আষাঢ় দিনে বৃষ্টি এলো
রুক্ষ জীবন দূরে গেলো
স্বস্তি সবার মনে
পড়ছে ঝরে টাপুর টুপুর
দিনে রাতে সারা দুপুর
শহর গ্রামে বনে।


ফলবে ফসল বড় মাঠে
জল জমেছে পুকুর ঘাটে
পড়ছে বৃষ্টি গাছে
যাচ্ছে ধুয়ে সবুজ পাতা
লোক চলেছে মাথায় ছাতা
ঘরের আরো কাছে।


শালুক পদ্ম ফুটে আছে
দীঘির জলে বৃষ্টি নাচে
দেখতে লাগে ভালো
ভিজছে মাটি হচ্ছে কাদা
ফুল ফুটেছে লাল ও সাদা
করে বাগান আলো।


বৃষ্টি এলো ঝাপসা দূরে
ঝমঝমাঝম বাজছে সুরে
টিনের ঘরের চালে
সরু আলে চাষীর হাসি
সবুজ ফসল ভালোবাসি
বলছে তালে তালে।