বৃষ্টি খুকি অভিমানে
থাকিস না আর দূরে
ঝমঝমাঝম টাপুর টুপুর
গা না এবার সুরে।


খালে বিলে নদী নালায়
গ্রাম শহরের বুকে
আকাশ জুড়ে কালো মেঘে
ঝর্ না এবার সুখে।


বৃষ্টি খুকি মিষ্টি রে তুই
বৈশাখ জ্যেষ্ঠ মাসে
খুব গরমে দাবদাহে
শান্তি যেন আসে।


নাই সবুজে ইট পাথরে
কষ্টটা তোর জানি
আয় তবু তুই ঝিরঝিরিয়ে
করিস না মনমানি।


বৃষ্টি খুকি জলের ফোঁটা
তৃষ্ণা বুকের আশা
কাছে এসে ভিজিয়ে যা
দিয়ে ভালোবাসা।