ঢেকে এলো ঘন কালো তুমি নিম্ন চাপ
টুপ টাপ ফোঁটা ফোঁটা আমি বৃষ্টি মাপ,
জমা জল পায়ে পায়ে মাথা ভিজে যায়
ওই দূরে ঘরে ফেরা আয় সাথী আয়।
সবুজ গাছের পাতা ঘিরে থাকে বন
বলে যায় কত কথা বাতাসের মন,
তরী বায় মাঝি ভাই যাত্রা দূর দেশ
দুলে দুলে পারাপারে থাকে ওরা বেশ।


গুরু গুরু দুরু দুরু কেঁপে ওঠে দিক
কাজ ফেলে ভরা মাঠ জল বুঝে নিক,
ভরে ওঠে খাল নালা রিমঝিম সুরে
আকাশ ঝাপসা দেখি অনেকটা দূরে।
তুমি আমি ঘরে ঘর চায়ে এক কাপ
মনে মনে আমরাই বৃষ্টি নিম্ন চাপ।