থাকিস নে আর মুখ ফিরিয়ে
আয় রে বৃষ্টি আয়
খর রোদে শহর ও গ্রাম
পুড়ছে যেন ঠায়।


তপ্ত বাতাস দাবদাহে
ঝলসে যাচ্ছে মুখ
বৃষ্টি রে তুই জলের ফোঁটায়
দে ভরিয়ে বুক।


মেঘ সাজিয়ে আকাশ ঝেঁপে
কালো করে আয়
ঝমঝমাঝম টাপুর টুপুর
শান্তি যেন পায়।


নাই সবুজে ইট পাথরে
পুকুর নদীর ধার
শুকনো মাটি সরস করে
দে না একটি বার।


বৃষ্টি রে তুই শীতল ছোঁয়ায়
বাঁচা এবার প্রাণ
গাছ লাগিয়ে চারিদিকে
আনব সবুজ ঘ্রাণ।