পথের আঁকাবাঁকা আমি তো চিনি
তোমাকে চেনাতে চাই নি
পথের কাঁটা তাই বিদ্ধ করে বলে
তোমাকে কেন যে পাই নি
তুমি মানে মানুষ, আঁধারে আলো
আর দিশা ফেরানো আমি
চেনাতে পারি নি, তবু দোষ দিই
আগামী করছে বদনামী।


না দেখিয়ে যে পথ রেখেছি খোলা
সে পথে যাবেই তুমি, জানি
চেনা স্বপ্নের মাঝে অচেনা পার্থিব
করে যায় শুধু মনমানি।