ছোটো ছোটো ঘর বাড়ি
আর গাছ পালা
বেঁকে গেছে পথ খানি
পাশে সরু নালা।


মাঠ ভরা ফসলের
বারো মাস চাষ
মিলেমিশে একসাথে
সকলের বাস।


ভোর থেকে পাখিদের
কলতান চলে
মানুষেরা নানা কাজে
যায় দলে দলে।


চারিদিকে ঘিরে আছে
জীবনের রাশি
ছোটো ছোটো গ্রামগুলি
তাই ভালোবাসি।