ভালবেসে সখি, মরিব না আমি
বাঁচিয়া উঠিব আজি
আমরা দুজনা গাহিব যে গান
তাহাই উঠিবে বাজি।
আঙ্গিনা সাজাইব যে ফুলে ফুলে
বসন্ত রঙের মাঝে
যুগের প্রাণেতে তাহাই রাঙিবে
প্রেমের বন্ধন সাজে ;
রাখিব হৃদয়ে যেভাবে তোমাকে
জড়ায়ে বরণ ডালা
দীপ জ্বালাইব রাত চাঁদনিতে
হাতেতে রাখিব মালা ।
সখি, ছাড়িব না আমি তোমাকে
ভালবাসিব নেশা
পাল তুলে আমি অনন্ত পথে
তোমাকে করিব দিশা ।
হৃদয়ে হৃদয় মিলনের আশায়
তোমাকে মানিব পৃথিবী
জীবনের এ পথে বেঁচে থাকা
‘সিনি’-ই অবশ্যম্ভাবী ।
ভালবেসে সখি, মরিব না আমি
বাঁচিয়া উঠিব আজি ।।