আমরা কত খাবার খাই
আয়েশ করে ফলাহারে
জগৎ জুড়ে কাটায় কত
মানুষ দেখো অনাহারে।


কে বা তাদের দেবে খাবার
কে বা তাদের কথা ভাবে
যে যার মত বসছে খেতে
ভাবছে শুধু কত পাবে?


কাজ আছে তো মজুরি তার
দেয় না মোটে জোরদার
শোষণ চলে গরীব মরে
ধনীর যত অধিকার।


লড়াই করা অমানুষেরা
ভোগ করছে দেশ মাটি
কোথায় যেন হারিয়ে গেছে
মানুষ মন সোনা খাঁটি।


নাই খাবার পানীয় জল
কোথায় পাবে সেই দেশ
উঠুক বেঁচে সব জীবন
দাও খাবার অবশেষ।