দেখবে এসো পড়ছে বৃষ্টি
সারা আকাশ কালো করে
ঝমঝমিয়ে উঠোন জুড়ে
ঝরঝরিয়ে যাচ্ছে ঝরে।


ছুটছে ঘোড়া টিনের চালে
জল জমেছে পথে এসে
গাছের পাতা করছে স্নান
খিলখিলিয়ে উঠছে হেসে।


ঐ যে দেখো ঝাপসা দূরে
ঘর বাড়ি সব যায় না দেখা
ঠায় দাঁড়িয়ে ভিজছে মাটি
সরস সজীব একলা একা।


কড়কড়াকড় পড়ছে যে বাজ
ঝলকানিতে ভরছে আলো
গুরু গুরু মেঘের ডাকে
লাগছে ভয় আর লাগছে ভালো।


দেখবে এসো বৃষ্টি একা
আকাশ থেকে পড়ছে ঝরে
ভালোবেসে বইছে স্রোতে
মাটির বুকে আদর করে।