বাঘের ডেরায় ঢুকলে বাঘ তো খাবে
কিংবা থাবায় আঁচড়ে কামড়ে দেবে
স্বভাব তার কখনই ফুলের মত নয়
তাই তো সে বাঘ, সকলে করে ভয়।


ফুলের ডেরায় ঢুকলে সুবাসিত মন
রঙের বাহারে উৎফুল্ল জীবন যেমন
স্বভাব তার কখনই হিংসা ভরা নয়
তাই তো সে ফুল, অপার্থিব আশ্রয়।


মানুষের ডেরায় ঢুকে মানুষ ছলনা
ফুল সাজে বাঘ দেখে ধর্ম বিড়ম্বনা
স্বভাব তাদের কখনই বৈরাগ্য নয়
ধর্মীয় মানুষের ডেরা দিও না প্রশ্রয়?