আমি তো জানি আমার সেরা বন্ধু বীরু
ফাঁক তালে সেও দেখি বদনাম ভীরু


প্রেম প্রেম মনরাঙা আমার সোহিনী
একদিন জানলাম সেও তো রঙ্গিনী


প্রতিবেশী কাছাকাছি হাঁক ডাকে পাব
সুযোগের ব্যবহারে সেও বলে খাব


অফিসে অফিসে দেখি নিয়মের কল
পেছনের দরজায় যত গ্যাঁড়াকল


ব্যবসায় নিটফল খরিদ্দার লক্ষ্মী
প্যাঁচা হয়ে বসে থাকে লাভ ক্ষতি পক্ষী


পথে দেখা ও বলল তুমিও বললে
নির্ঘাত পড়বে প্যাঁচে পুরোটা ধরলে


বিশ্বাস করেও যদি হয়ে যায় হার
ঠকেও জিতবে তুমি নিজ অধিকার


ছলের গুণ কীর্তন আপাত বিভ্রাট
চেনা বড় মুশকিল ছকের সম্রাট


সামনে দেখা পেছন কথা ফুলঝুরি
বলেছে বলছে বলা কথার চাতুরী


এমনি অনেক ঢপ দেখি পথে পথে
মা বাবা আর প্রকৃতি খাঁটি কোনমতে।