ঢেউ নদীতে এপার ওপার
ভরসা মাঝি ভাই
ছলাৎ ছলাৎ জলের মাঝে
জীবন দেখতে পাই।


উথাল পাথাল জলের নাচন
দূরে শুনতে পায়
মাঝে মাঝে ভাটিয়ালি
তাই তো মাঝি গায়।


বয়ে চলা প্রতিকূল স্রোত
ঠিক ধরে যায় হাল
পারাপারে যাত্রীকুল সব
কাটায় জীবন কাল।


এ কূল ভাঙে ও কূল গড়ে
মাঝির তো দুই কূল
আরো ভালো পথ ঠিকানায়
ফোটায় জীবন ফুল।


মন মাঝি তার জীবন নদে
খেয়া খানি বায়
ঠিক পথে ঠিক চলার ছন্দ
চলতে থাকে নায়।