তুমি আমি আমি তুমি কত আর গল্প বলবি বল
তাদের জন্য এবার কিছু একটা ভাবনা ভাবি চল
বসন্ত আসবে না সবদিন
খর রৌদ্রেও হবে স্বপ্ন রঙিন
যদি মানুষের পাশে পাশে মনুষ্যত্বের নামে ঢল
তুমি আমি আমি তুমি কত আর গল্প বলবি বল।


তোমার জন্য যা করেছি সেই তো আমার জন্য
একক দিশায় জীবনের পথ আজ হয়েছে অরণ্য
বাঁচার পৃথিবী তো জীবের চারণ
মানুষের জন্য মানুষ করি বরণ
তাতেই সার্থক তুমি আমি প্রেম ঘন শান্তি চলাচল।
তুমি আমি আমি তুমি আর কত গল্প বলবি বল।