আগস্ট মানে বাংলাদেশের
শোকে বিহ্বল দিন
জাতির পিতার রক্তের দাগে
আছে কত ঋণ।


দীপ্ত ভাষণ প্রাণের ভেতরে
স্বাধীন বসবাস
হায়না সেনার শাসন শোষণ
হয়ে গেছে নাশ।


মুক্তিযুদ্ধে বীর বাঙালির
বাড়ায় মনের আশা
ডাক দিয়ে যায় বঙ্গবন্ধুর
জীবন ভালোবাসা।


এই আগস্টে লুটিয়ে পড়ে
সব হৃদয়ের প্রাণ
বিশ্বের দ্বারে বাংলাদেশের
বেড়েছে তাই মান।


পদ্ম শালুক সবুজ ও লাল
বুকের ভেতর বল
ভরসার পথে আগামী তাই
চল এগিয়ে চল।