এই গরমে প্রাণ আইঢাই
বেরিয়ে যাচ্ছে ঘাম
নাও ভাই নাও খেয়ে নাও
সুস্বাদু কিছু আম


তীব্র রোদে আর ভালো
লাগছে না কোনকিছু
খোসা ছাড়িয়ে খেতে পারো
গাছপাকা কিছু লিচু


জানলায় মুখ বাড়িয়ে দেখো
কৃষ্ণচূড়া লাল
দারুণ দহন আচ্ছা করে
পাকিয়ে দিচ্ছে কাঁঠাল


ঠায় দুপুরে বাইরে বেরিয়ে
আর নেই কোন কাজ
জাম আর খেজুরে নিদাঘ
সেজেছে নতুন সাজ


কোথাও স্বস্তি নেই
সারা দিন করছি হাসফাঁস
লাগবে ভালো যদি পাও
কিছু জলভরা তালশাঁস


মেনে নাও ভাই মেনে নাও
পাথর গড়া কৃতকর্ম
ঠাণ্ডা জল আর ছাতাতে
গড়ে নাও নিজ বর্ম।