প্রতিটি স্বাবলম্বী ফোঁস করে ওঠে
রূপোর রেকাব থেকে সোনা চিনতে শেখে
শেকড় ছড়িয়ে নিজেই মাটির মুখ


তারপর গাছ গাছ ফুলে
ফল ধরিয়ে ফলবান দিগন্ত হয়ে যায়
হাসি কান্নার এক কলরবে
তীর্থঙ্করের ভূমিকায় ধ্যান করে


রোজ এনে রোজ খাওয়া
আমার দিন সমূহে আমি জেগে উঠি
সকাল হল
আমি একা মানুষের পায়ে পায়ে হাঁটি।