আমি হলাম একনিষ্ঠ কর্মী
তোমাকে খাওয়াতে পারি ভিরমি,
যা বলা হচ্ছে যা বলব সবই ঠিক
মেনে নেওয়া মেনে নাও সব দিক।


আমাদের আদর্শ নির্দিষ্ট
আদেশ যা হবে সবই সর্বোৎকৃষ্ট
কোন আলোচনা কোন সমালোচনা নয়
শুধু পালন করো, গদি যেন সুরক্ষিত হয়।


আমাদের মতামত বলিষ্ঠ
সঙ্গে আসতেই হবে, হতেই হবে গরিষ্ঠ
পরে বলো না ঢেউ নেই নৌকো কেন ডুবলো
বিপরীত যন্ত্রণায় নিজেই নিজে ভুগলো।  


ভেতরে ভেতরে আমি অতিষ্ঠ  
ধারার স্রোতকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিবিষ্ট
যে কোন বাধা করব আমি উৎখাত
আমি একনিষ্ঠ কর্মী লিখি নেতৃত্ব ধারাপাত।


সময় তবু কিছু মরিচা ফেলে যায়
প্রশ্নেরা প্রশ্ন হয়ে আমাকে জিজ্ঞেস করায়
এত ভাঙাচোরা বেঁকে চলা কি ঠিক
একনিষ্ঠ কর্মী আমি বিশেষ যুগের বিশেষ কোন দিক।