গ্রীষ্ম গেল শীত গেল
এলো ফাগুন বেলা
আর কি একা যায় গো থাকা
চলো মনের মেলা।


বইছে মলয় ফুটছে গোলাপ
করছে কেমন মনে
শরীর জুড়ে তার শিরহণ
পাচ্ছি ফুলের বনে।


ডাকছে কোকিল পলাশ শিমূল
আমার আশে পাশে
কিশলয়ে শিশির ঝরে
দেখো সবুজ ঘাসে।


কেন হাঁটছো? একলা একা
একটু দাঁড়াও হেসে
আমরা দুজন, দুজন হবো
হৃদয় ভালোবেসে।


ফাগুন দিনের বসন্ত সুখ
প্রেমে মনের মেলা
আর থেকো না ঘর বিরহে
এলো ফাগুন বেলা।