শিশির নূপুর ঘাসের আগায় বাজছে না সেই সুরে
সকালবেলায় কুয়াশা আর নাই ঘন খুব দূরে,
গাছের ডালে কিশলয়ের দেখছি আনাগোনা
এমন দিনে আকাশ হলুদ হয় যে প্রাণে বোনা।


মলয় বাতাস সর্ষে গাঁদা ফুল মহুয়ার দেশে
উদাস দুপুর একলা ডাকা মন খেয়ালে ভেসে,
বাসন্তী রঙ আঁচলে তার সোহাগী প্রেম লাগে
এমন দিনে আকাশ হলুদ মন মোহনায় জাগে।


পূবের দিকে পাখি ভোরে আঁকে রঙের ছবি
কিংবা ধরো গোধূলি মুখ দিগন্ত হয় কবি,
ধূলো রাঙা পলাশ শিমুল মন পেয়ালায় ভাসে
এমন দিনে আকাশ হলুদ ফুল রাঙিয়ে হাসে।


মন কেমনের দোলা লাগে পরাগ রেণুর মনে
বসন্ত আজ দরজা খুলে ডাকছে হৃদয় জনে,
কি যেন কি মিলন মধুর খেলছে মনের পাশা
এমন দিনে আকাশ হলুদ হয় যে ভালোবাসা।