নিজেরাই নিজেদের তৈরি করা ফাঁকি
ঢাকা দিতে নিজেরাই করি ডাকাডাকি,
হাঁকডাকে আসতে হয়, আসে সাধারণ
সেই ফাঁকি ধরা পড়লেই হয় অনুরণন।


মন্ত্রী বলেন এই দেখো করেছি যে কাজ
কর্মীরাও জানে তাঁর ফাঁকি দেওয়া সাজ,
সাজের ছিদ্র ঢাকতে আবার কর্মের ঢাক
বাজাতে থাকে হরদম ফাঁক খুঁজে বেবাক।


কাজের ফাঁকে নজরানা পায় শুধু হম্বিতম্বি
দুই হাতে মুনাফা পেলেই উধাও আচম্বি,
খাতায় কলমে সমস্ত নথি 'ওকে টেষ্টেড'
তাতেই প্রকল্প হয় অ্যাম্বেশেডর ব্যাণ্ডেড।  
  
ইমারতে থাকে না তোষ ঘাম নথিপত্র
হেরিটেজ আঁকা থাকে পাঁচিলে সর্বত্র।