বেড়া ডিঙিয়ে
কথা সব সময় নিজস্ব নজির রাখে


এ শহরে আসার আগে
মাকে ফেলে আসা বলেছিলাম
সবুজ এক ফালি হাসিতে
বাবাও কম যায় না


এক্ষুণি দেখা আলো
মুখে এসে পড়ল
উৎসবের মেজাজে
দাদা দাদা খোঁজ
গলি পেরিয়ে গলির মুখে
ঘোরাফেরা কথায়
নানান সুরের তাল।


বেড়া প্রহরায়
আমিও তথৈবচ।