ফুল বনে খুশি মনে ক্ষণে ক্ষণে অলি
মধু খায় গান গায় উড়ে যায় চলি,
নানা ফুলে পাখা তুলে মন ভুলে একা
তার সুরে পায় ঘুরে কাছে দূরে দেখা।


এ বাগানে মন টানে সব প্রাণে তাই
অনুরাগে প্রেম বাগে ওই জাগে রাই,
চুপিসারে চায় যারে মোহ পারে আসে
যায় কালো ভরে আলো তাই ভালো বাসে।


পায় সুখ ভরে বুক যায় দুঃখ দূরে
মুখে হাসি ফুল রাশি পথ আসি সুরে,
গান গায় প্রাণ পায় ডিঙা বায় বাঁকে
কি যে বলে কেন চলে ছায়া তলে থাকে।


মধু ভরা এই ধরা প্রেমে পড়া বোঝে
হাসি খেলা সারা বেলা প্রেম মেলা খোঁজে,
অলি সব কলরব উৎসব করে
প্রেমময় এ হৃদয় কথা কয় জোরে।


মোহ ক্ষীণ রাখে ঋণ কাটে দিন রাতে
নদী ধার পারাপার শুধু তার সাথে।
আমি তাই তুমি পাই স্ব হারাই অলি
মধু খায় গান গায় উড়ে যায় চলি।