ফুলের মত সবার জীবন
হয় না অত আলো
পাপড়ি মেলে রঙের শোভা
সুবাস ছড়ায় ভালো।


কর্ম শুভ পুণ্য মহান
থাকবে পরের হিতে
ডাকতে ভ্রমর হৃদয় জুড়ে
হবে সবার মিতে।


রেণু মাখা সৃষ্টি সৃজন
সুন্দর পরিপাটি
আর ছিঁড়ো না ঝরে যাবে
রঙের খুঁটিনাটি।


ফুলের মত জীবনটা চাই
হাওয়ায় দুলবে হেসে
সবটুকু থাক কেশর জুড়ে
বাঁচবে ভালোবেসে।


দো দুল দুলে আকাশ নীলে
দেখে পাঁপড়ি মেলে
সব জীবনই ফুলের মত
মানুষ হয়ে গেলে।