কত মানুষ হেঁটে যেত
যানবাহনের ভিড়ে
নিরাপদে থাকত শহর
এই ফুটপাথকে ঘিরে।


আজ সেখানে দোকানপাটে
হকার দখল করে
বেচাকেনা চলতে থাকে
পুরো ফুটপাথ ধরে।


চারিদিকে ঝুলছে জিনিস
নোংরা পড়ে আছে
ফুটপাথ আর নেই যে তেমন
রাস্তার ধারে কাছে।


শহর গুলো আস্ত একটা
বিজ্ঞাপনে ঢাকা
ফুটপাথে তার মুখোশ আঁটা
রাস্তাটা আজ বাঁকা।


যানবাহনের ঘিঞ্জি পথে
চিৎকার কথা বলা
ফুটপাথে হোক সব মানুষের
নিরাপদে চলা।