ঘুম থেকে ওঠা রোজ দৌড়ায়
হোঁচট বিশ্রামে হাঁপায়
লিফট সিঁড়ির সামনে উপরে
হা-পিত্যেস করে দাঁড়ায়।


মাথায় তুলে নিতে মধ্যাহ্ন  
কাঠ ফাটা রোদে
নিজের মোহ ভঙ্গ ভঙিমায়
দেখে নিজস্ব বোধে।


মানতে না চাওয়া শিক্ষায়
গলদের চাবিকাঠি
মনুষ্যত্বের অন্য রাস্তায়
জাগ্রত করে মাটি।


গভীর নিঝুম কথায় কথায়
লুকায়ে বিষয় রাত
সকালের এই প্রিয় দৌড়েই
প্রত্যেকের অভিঘাত।