ওহে গোপলাকান্ত, এবার আমাকে ছেড়ে দাও
গাড়ি বাড়ির লোভ আমাকে কেন বোঝাও
ঘরের কোণে মাটিতে ঘুমোতে দাও
স্বপ্নের ডিঙি বেয়ে কেন বিলাসিতার পিঁপুড়ি বাজাও।
ওহে গোপলাকান্ত, অনেক হয়েছে
এবার আমাকে ক্ষেমা দাও।


আপোষ পাহাড়ে মনের দীনতা কেন সাজাও
শুধু নিজের ভালো ভাবতে কেন আমাকে ভাবাও,
কার ফাঁদে কার পা গলিয়ে সহিষ্ণুতা পোড়াও
ওহে গোপলাকান্ত, অনেক হয়েছে
এবার আমাকে মুক্তি দাও।