প্রখর তাপে ঝলসে যাচ্ছে
বাতাস মাটি জল
একটু ছায়া পাই যে কোথায়
ভাবছে পথিক দল।


ইট পাথরের ভিড় জমেছে
সবুজ কোথায় পাই
গর্মি ঘামে জ্বলছে শরীর
প্রাণের আরাম নাই।


পশু পাখি ডাকছে কাতর
খুঁজছে ছায়া খুব
পুকুর নালায় ছেলেরা সব
দিচ্ছে সাঁতার ডুব।


ঘাসফুল সব মুষড়ে আছে
পড়বে ঝরে ঠিক
গরু বাছুর জাবর কাটে
শান্ত চারিদিক।


গ্রীষ্ম তবু মন্দ মধুর
পাই যে কাঁঠাল আম
বেশ তো খেতে ভালই লাগে
লিচু কালো জাম।