হাসি আর খুশি পিঠোপিঠি দুই ভাই বোন
কে খুশি হলে কার মুখে থাকে হাসির টোন,
হাসির সাথে খুশি, হাসিতেই খুশির বিশ্বাস  
একসাথে দুই ভাইবোন দিয়ে যায় আশ্বাস।


হাসি একদিন বোন হলে খুশি হয়ে যায় ভাই
পরদিন খুশি বোন হলে হাসি করে তাই তাই,
সেই নাচ দেখে হাসি, খুশিতে হয় আনন্দিত
কেউ ওরা ছেলে মেয়ে নয় মনুষ্যত্বে বিবেচিত।