শহর গ্রামে সবদিন বসে
হাট বাজার দুইবেলা
হরেক মালে সেজে ওঠে
হট্ট মন্দির মেলা।


চালা বাড়ি ইঁট বাঁধানো
বিক্রেতা ঠায় বসে
দরদামে ও জিনিস পরখ
করতে ক্রেতা আসে।


বিক্রিবাটা চলতে থাকে
পটল মূলো আদা
থলে হাতে টাটকা খোঁজে
মামা কাকা দাদা।


জিনিস পত্র আসে আর যায়
দেখে নেড়ে চেড়ে
দিনের শেষে একলা হাটে
বাতাস ঘোরে ফেরে।


এমন কত রোজই বসে
দিনে রাতের খেলা
আসলে সব লেনদেন আর
ভাঙা হাটের মেলা।