রঙ আবিরে খেলছি হোলি আয় রে তোরা আয়
বসন্ত আজ ডাক দিয়েছে বেলা বয়ে যায়।


পিচকারিতে রাখছি ভরে নানা রকম রঙ
দুয়ার খুলে আয় বেরিয়ে করিস নে আর ঢঙ।


মিষ্টি রোদে আকাশ নীলে পলাশ শিমুল ফুল
রঙ উৎসবে মন রাঙা মন চোখের নেশা, ভুল।


আদর রঙে রঙিন হয়ে রামধনু রঙ সাজ
রঙ ভরে নে আঁধার মনে এই তো সুযোগ আজ।


তুই মাখাবি মাখবো এ রঙ দেখব রঙের খেল
হোলির রঙে রঙিন হবো হবে মনের মেল।