দাঁড় করিয়ে রাখাই যদি বৈধ মনে নয়
আমি তবে তীর্থের কাক আর কিছু নয়
হা-পিত্যেশ মরুর বুকে তৃষ্ণা অবিরত
একটুখানি জলের আশা চাতক সতত।


হৃদয় জুড়ে বাক্যবাণে নিজেই ঘায়েল
না দেখা তো জড়িয়ে ধরে আমার পায়েল
এভাবেই অজ্ঞাত বাইরের শিরোনাম
অঝোর ধারায় কাঁদছে ওই যে সর্বনাম।


বেড়ার ভেতরে বেড়া শুধু ডাকছে তাকে
হৃদয় আজও নাই হৃদয়ের বাঁকে বাঁকে
তোমায় জন্য ফিরে গেছে ওই যাযাবর
দেখেও না দেখা সে, এখন শুধুই খবর।


দাঁড়িয়ে আছে যুগের যাদু মনের মোহনা
আমি আর আমার ওগো করব না তুলনা।