না ভাবনায় পৃথক কোন বিচার থাকে না
বয়ে যাওয়া রুখে দিয়ে আমি একা
পাশের ছলাকলায় সঙ্গী দূরন্ত


তাতে কি? হাত তোলা যাত্রী
চলে যাওয়া বুঝে নিয়ে
গাছতলায় বসে
পাথর ঘসে
খসে পড়া মূর্তি আঁকে


প্রতিরোধে বাহুল্য
অনেক আলো
দেখা বিরামে রঙ ছড়িয়ে যায়


মেয়েটিকে চিনি ছেলেটা অচেনা নয়
অতএব প্রেমের হ্যাঁ-বাচক
সুদূরের গুণানুপাত।