বাসে ট্রেনে ময়দানে শুধু 'না' না তর্ক
বলতে গিয়েও দেখি অনেকে সতর্ক,
ভুল ঠিক ভাল মন্দ সব পরিষ্কার
তবুও কেউ 'হ্যাঁ' বলে চায় না সংস্কার।
চাইলেও 'না' বাবুর রোষানল আছে
প্রহরী বাড়বাড়ন্ত এমন সমাজে,
পাইয়ে দিচ্ছে যত 'না', নাও নিয়ে নাও
তাই নিয়ে 'হ্যাঁ' কথার গল্প বলে যাও।


কে বলেছে এ বিপ্লব তোমার 'হ্যাঁ' 'না' তে
ভুলে গেলে চলবে না ঘর সীমানাতে,
সেখানেও অনেক 'হ্যাঁ', চাইছে আকাশ
তোমার প্রত্যয় তুমি করুক প্রকাশ।
আরে ভাই হ্যাঁ না হ্যাঁ না বলার আগেতে
ভেবে দেখো কি কি আছে তোমার ভাগেতে?