ইচ্ছেকে পাওয়ার ইচ্ছে চাইছে বিনা শ্রমে
বাধা তাই আসছে ধেয়ে তার নিজস্ব ক্রমে
চেষ্টার গায়ে একটু একটু যদি ঢালো জল
তবে তুমিই কর্মদিগন্ত আকাশের ঝলমল।


পা নেই তো কি হয়েছে? হাত তো রয়েছে
হাত নেই তো কি হয়েছে? পা তো রয়েছে
চোখ নেই তো কি হয়েছে? অনুভব রয়েছে
মাথা করছে কাজ তাই তার জীবন রয়েছে।


তাই আমি তুমি সে, বুদ্ধির সাথে করব সন্ধি
এই অনন্ত যাত্রায় আমরা কেউ নই প্রতিবন্ধী
পাহাড় সমুদ্র আকাশ আমরা ডিঙিয়ে যাবো
প্রতি মুহূর্তে তুমিও নিজেকে স্বাবলম্বী ভাবো।