গোপন প্রকাশ্যে এলে চাপা দেয় অনেকে
প্রকাশ্য গোপন করে না বলে ডেকে ডেকে।
প্রকাশ্য হোক বা গোপন ভালো চিরকালীন
সুন্দরের স্বীকৃতি যুগের চিত্রে সার্বজনীন।


মাতাল বলা গায় লাগে না, মদ যদি না খাও;
বলছে মিথ্যুক, তোমার মিথ্যে তুমি বুঝে নাও।
চুরি অপবাদ সোজা হেঁটে যায়, চুরি করে নি;
ভণ্ড বললে রেগে লাল, ধার্মিক হতে শেখে নি।
নকল করা আসল চেনে, ধরা পড়া নকল রূপ
কতটা আসলে সুগন্ধিত পুড়ে গেলে কোন ধূপ।


এভাবেই চেনা অচেনা আলোর দিগন্ত রেখা
ভালো মন্দ খুঁজে নেয় যে যার মত দেখা।