ঝরা পাতা বাগান জুড়ে
বিছিয়ে ঐ ডাকে
ডালপালাতে কিশলয়ের
সবুজ দিশা আঁকে,


দখিন হাওয়া পথের বাঁকে
কাঁপন বুকে ঝরে
কড়া নাড়ে ঢেউ নাবিকে
একা হৃদয় ঘরে।


চুপ নগরে পাঁপড়ি সখা
দল মেলেছে দূরে
ফুল পরীদের দিনের শুরু
গাইছে ভীষণ সুরে।


ফাগুন বেলা আগুন ঝরে
মলয় দিনে রাতে
পলাশ রঙে দিগন্ত লাল
রেখেছে তার হাতে।


ঝরা পাতার দুরু দুরু
কৃষ্ণচূড়ার আশা
নতুন পাতার মোহন বুকে
দেয় যে ভালোবাসা।