সুখ পাখিটা মনের ঘরে
সুখে করে বাস
যদিও তার দুঃখ আছে
করে হা-হুতাশ।


কেউ বোঝে না দুঃখ তার
সবাই খোঁজে সুখ
মনের খাঁচায় থাকে সে যে
কষ্টে কাঁপে বুক।


একা একাই ছটপটিয়ে
কাটছে জীবন তার
সুখের পরে দুঃখ আসে
কখন বুঝবে আর?


সঙ্গে যে তার খুশি থাকে
শান্তি পাওয়া দূর
সুখের পাখি হাসি মুখে
দেয় কেটে তার সুর।


সুখপাখি তো আসবে যাবে
দুঃখ সারা জীবন
মানব মনে সুখ দুঃখ
বাঁচিয়ে রাখা যাপন।