মেলা যদি হয় শুধু মানুষের ভিড়
ঠেলাঠেলি গুঁতোগুঁতি শ্বাস চলে ধীর,
শুধু দেখা যায় মাথা কোন স্পেস নেই;
তবে সেখানে জীবন কম পড়বেই।  
দু দণ্ড জিরিয়ে নিতে নাই কোন ঠাঁই
ঢল নেমেছে অজস্র গাছ পালা নাই,
মেলার মাঠ হারিয়ে, ফেলে তার খেই
তবে সেখানে জীবন কম পড়বেই।


মানুষের মিলনের সীমা পরিসীমা
যদি মুক্তি খুঁজে পায় মনুষ্য মহীমা
একে অপরের কাছে দুরত্ব রাখতে
প্রত্যেকে আলাদা তাই যে যার বাঁচতে;
যদি ভীড় করে শুধু অধিকারী সেই
তবে সেখানে জীবন কম পড়বেই।