আট কুঠুরী নয় দরজাতে
এমন গোলক ধাঁধা
শরীর চলে আপন মোহে
বয়স সীমায় বাঁধা।


কে চলে যায় চিনতে পারি
মন নাকি তার নামে
কি এসে যায় মুক্ত উড়ান
ডাইনে এবং বামে।


কখন যে কে যাচ্ছে ঢুকে
বাইরে হৃদয় দেখে
এই পৃথিবী জায়গা টুকু
কত কি যে লেখে।


নাই মনে তার শরীর খাঁচা
আজও বাঁচে একা
একে একে চলছে মানুষ
অচিনপুরের দেখা।


মনের অবাধ আকাশ রঙিন
ইন্দ্রিয় থাক হেসে
তাই রেখে যাই মধুর স্মৃতি
জীবন ভালোবেসে।