মেঘ মাঝিদের পাড়ায় বসে সরব ঘোষণা
জল ফুরিয়ে জলের ছন্দ তবু বৃষ্টি হব না
চৌচিরে আজ মাঠ মোহনা আকাশ পানে
মেঘের খোঁজে এক পশলা মাটির টানে
কোথাও কোথাও নেচে গেয়ে আষাঢ় মাস
গরম শুধু হেসে বেড়ায় ডাকের সর্বনাশ
গাছের খোঁজে বাদল ঘোরে এদিক ওদিক
ভাঙা পাথর যত্ন করে চাইছে জলের ভিখ।