জনগণ কিছুই না সব ভোট ফন্দি
নেতার দাপটে থাকে সাধারণ বন্দি,
বিপক্ষ হুমকি পায় পক্ষ তোষামোদ
জনতা বলির পাঁঠা হাঁড়িকাঠ খোদ।
ভোট দিয়ে গণতন্ত্র রক্ষা করে যারা
ভাগাভাগি ক্ষমতায় তারা দিশেহারা,
মিটিংয়ে মিছিলে নেতা করে মূল্যায়ন
আসল ক্ষমতা নাকি শুধু জনগণ।


ভোট আসে ভোট যায় নেতা বদলায়
বাড়ি গাড়ি টাকা কড়ি ওরাই জমায়,
জনগণ মজুরির ছিঁটে ফোঁটা পেতে
নাই কাজ পাই কাজ পায় নাকো খেতে।
তবু ভোট অধিকার চল যাই দিতে
যে করে হোক ক্ষমতা নিজে বুঝে নিতে।