কবে কোথায় জনগণ বলেছে হয়েছে তাই
নেতার মর্জি সেখানে করে নি কোন বড়াই?
জনগণ নির্বাচিত এটা শুধুই আইনের ফাঁক
জন প্রতিনিধি জনগণকে ভুলে যায় বেবাক।


এই নীতিতে দেশ চলে মন্ত্রীরা চালায় রাজ্য
আমলা তার পিছে জনতাকে করে না গ্রাহ্য,
রাজস্বে হয় রাস্তাঘাট মন্ত্রী বলে আমি করেছি
ছোট বড় আরও নেতারা বলে এবার ধরেছি;


সেই ধরার সরার ভেতর বাধ্য থাকে জনগণ
যা করার তা মন্ত্রী করে বলে বলেছে জনগণ।
তাহলে ভাই গণতন্ত্র কবে ছিল জনতার হাতে
প্রতিনিধির মনমানিতে যাচ্ছে সবই অধঃপাতে।