আকাশ পানে পাতার ফাঁকে
যেই পড়েছে চোখ
চাঁদটা দেখি রূপোর থালা
জ্যোৎস্না বিশ্বলোক।


নরম আলোয় উঠছে হেসে
গাছের চারিদিক
উঠোন জুড়ে খুশির বন্যা
কাজের প্রাত্যহিক।


তারার মাঝে চাঁদের আলো
একা জগৎ জয়
মাটির বুকে সাদা পালের
স্বপ্ন মায়াময়।


ও চাঁদ আমার কপালে টিপ
সুন্দর মুখে চূম
আজকে রাতে জ্যোৎস্না বনে
নাইকো চোখে ঘুম।