ধন চুরি করে নি সে লুট কিছু করে নি
কবিতা করেছে চুরি কাব্য সে ভাবে নি
ঋণ স্বীকার করে নি সে ভাবনা সতর্ক
তাই নিয়ে কবিদের চলছে খুব বিতর্ক।


কবিতায় ভাব থাকে, থাকে ভাব বার্তা
সেজন্যই তো কবিতা যুগ যুগের ত্রাতা;
এ রকম অনেক লাইন অনেকেই বলে
জানে না সে কে লিখেছে ভাবের ছলে?


সে রকম কিছু ভেবে যদি কেউ কিছু শব্দ
নিজের নামে লিখে কবিতাকে করে জব্দ
ক্ষতি কি? কি ক্ষতি হয় ভাষা চর্চায় থাকা
কিছু কাব্য ভাবনায় নিজেকে নিজে রাখা?