ছন্দ মাত্রা ও লয় শিখে
সব জীবনের কথা লিখে
লিখতে পারলে কাব্য
পড়বে ঠিকই পড়বে লোকে
নিজের মনকে দেখবে চোখে
আনন্দ সুখ শ্রাব্য।


ভাবের রাজ্য কবি কথা
হৃদয় ভরা সুন্দর ব্যথা
ছন্দ মাত্রা আনি
শব্দ হবে কর্ণ মধুর
সব মানুষের মনে সদূর
পাতবে আসন খানি।


সহজ কথা সহজ আরো
সে সব যদি লিখতে পারো
মনের ছন্দ যত
শব্দ মিঠা হৃদয় জনে
বলবে কাব্য নিজের মনে
অনুভূতির মত।


কবিতা তাই লিখতে লাগে
ছন্দ মাত্রা শেখো আগে
শ্রুতি শ্রাব্য ভাবে
মন উড়ানের রূপের দেশে
মুগ্ধ কবি কাব্যে এসে
মর্যাদা তার পাবে।