তুমি যা ভাবতে চাইছ গদ্য সাবলীল
তুমি যা ভাবাতে চাইছ কবিতার মিল
এঁকে বেঁকে নদী নালা সহজিয়া সমুদ্র
নোঙর ফেলে দিলে তুমিই কাব্য রুদ্র


যে মনের বাসনায় আকাশ মাটি জল
তুমি আমি বয়ে যাই আর হই সমতল
তুমি দেখা আমি দেখাই আমরা সবই
না লেখা ভাবনা লিখে হয়ে যাই কবি।