কালের হাতছানিতে আসে যে বৈশাখ
মেঘ ঝড় সাথে করে দিয়ে যায় ডাক।
কালো হয়ে ঝেঁপে আসে উথাল পাতাল
বাতাসের শোঁ শোঁ শব্দে ভয় ক্ষণকাল।
দুপুরে তপ্ত দহন আনে কাতরতা
গাছের সাথে গাছের হয় কথকতা,
উড়ে যায় চালা ঘর বৃষ্টি ঝমঝম
প্রকৃতি নিজে নিজেই গায় সরগম।


ভয়ঙ্করের এমন সুন্দর যে কাল
গ্রীষ্মের অবাধ রাস্তা রাখে মোহজাল,
সাজানো সভ্যতা ছিন্ন কিছু মূহ্যমান
আবার নতুন করে গড়ে সসম্মান।
বাংলার এই বৈচিত্র্য ঋতুর অনিন্দ্যে
জীবনের ওষ্ঠাগত পাই ভালো মন্দে।