রাক্ষুসে খিদে নিয়ে বসে আছে কালের গহ্বর
যত খায় আরও চায়, কামড়ায় পেটের ভেতর
ভর্তি হল আবার খালি, দাও দাও আরও খাবার
'কাল' তাই প্রতিনিয়ত করছে খাবার যোগাড়।


নিত্য চলা নিত্য খোঁজে ব্যস্ত থাকা জীবন যাত্রা
পৃথিবী তাই কোলাহল মুখর পেয়ে অন্য মাত্রা;
তবু বাকী থেকে যায় পেট ভরানো দুই মুঠো
ঘুমিয়ে পড়া নিরন্ন বোঝে, খিদের জ্বালা ঠুঁটো।


যা কিছু করিয়ে নেয়, করা না করা সমস্ত দায়
মাথাও কোন কাজ করে না শুধু পেটের দিকে চায়
পেট স্ফূর্তি শ্রম বিশ্রাম আবারও যে খিদে পায়
যার খাবার সেই পায় না শুধু পরিবেশন করে যায়।


খিদের মুখ গন্ধ ছড়িয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে
ভাগ করে খাওয়া শিখে গেছে মানুষের পশু ইচ্ছে
জমার ঘরে দহরম খিদে তাও তো 'কাল' লিখছে
যতই করো, নিট ফল শূন্য সবার খিদের পিছে।