ফিলিস্তিনের মাটিতে চলছে ইসরাইলির আগ্রাসন,
আমজনতার ওপরে চলছে গাজাতে বোমার বিস্ফোরণ।
বিশ্ববাসীরা শুধু চেয়ে দেখে মানবিক এই বিপর্যয়,
মানবতা তুমি গর্জে ওঠো হে ,এবার থামাও মৃত্যুক্ষয়।


ক্ষমতার মোহে দাম্ভিকতায় নিরপরাধকে মারছে তারা,
শিশু ও বৃদ্ধ, নারী ও যুবতী অসুরের কোপে আত্মহারা।
দখলদারীর রাষ্ট্রীয় খেলা জীবনকে করে বড়ো অসহায়,
মানবতারই প্রতিবাদী মুখ কভু যেন আর থমকে না যায়।


না হলে, পুতুল হাতে রক্তাক্ত সেই শিশুটি সব বলে দেবে,
রক্ত ঋণের প্রকৃতিও তার ঘোর প্রতিশোধ ঠিকই নেবে।
অনেক হয়েছে এবার থামাও নীরিহ মানুষের মৃত্যুখেলা
জীবনের চেয়ে বড় কিছু নাই, মৃত্যুকে নিয়ে আর নয় হেলা।


(কবীর হুমায়ুন স্যার দ্বারা পরিমার্জিত)