জেগে ওঠা তো কিচ্ছু না
যদি না জাগাতে পারি
সকাল হওয়া তো কিচ্ছু না
যদি না ঘুম ভাঙাতে পারি।


রাতের বিশ্রাম তো কিচ্ছু না
যদি না ঘুম আনতে পারি
সূর্যের উদয় তো কিচ্ছু না
যদি না আলো ভরতে পারি।


ভুলভাল কাজ তো কিচ্ছু না
যদি না ঠিক শিখতে পারি
হাতে হাতে কাজ তো কিচ্ছু না
যদি না একজোট হতে পারি।


এই বসবাস তো কিচ্ছু না
যদি না হৃদয় বুঝতে পারি
থাকা না থাকা তো কিচ্ছু না
যদি না উপলব্ধি করতে পারি।